Alapon

চিটিং কর্পোরেশন (সিটি কর্পোরেশন)

সিটি কর্পোরেশন ও পৌর সভার মধ্যে পার্থক্য কি?


ইউনিয়ন পরিষদ ও পৌর সভার মধ্যে পার্থক্য কি? 


রাষ্ট্রের উদ্দেশ্য কি?


নাগরিকের অধিকার কি?


জনপ্রতিনিধি কাকে বলে?


হয়তো ভাবছেন অামি কি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস শুরু করলাম। না,  অাসলে নিজে নিজেই বিষয় গুলা বুঝার চেষ্টা করছি। অার পত্রিকার পাতা ও ফেসবুকের ছবির সাথে মেলানোর চেষ্টা করছি। 


বুঝে অাসেনা অামরা কোন সভ্যতার অধিবাসী।


নির্বাচনের অাগে ঝুড়ি ঝুড়ি প্রতিস্রুতি। পরে তার কোন বাস্তবায়ন নেই। মনে হচ্ছে মেয়োর রা এই সিটিরই অধিবাসী নন।


ঢাকার অাবর্জনা দেখলে মনে হয় পুরা ঢাকায় একটা ডাস্টবিন।


কি দরকার সিটি কর্পোরেশন গঠন করা। অথবা এক সিটি ভেঙ্গে ২/৩/৪/৫ খন্ড করা।


মেয়োর যদি অাবলতাবল বকে তাহলে কে নাগরিকদের অধিকার বাস্তবায়ন করবেন?


অাসলে এগুলা সিটিকর্পোরেশন নাকি চিটিং কর্পোরেশন এটায় বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে...

পঠিত : ৬৬৫ বার

মন্তব্য: ০