Alapon

মুক্তির অন্ধকার


তুমি অন্ধকার দেখেছ?

গভীর রাতের অন্ধকার!

মেঘের আড়ালে

চাঁদ হারানো অন্ধকার, 

কিংবা আমবস্যার রাতের,
তারা হারানো অন্ধকার।

গাড়, নিস্তব্ধ ,
কালো অন্ধকার।
অচল,অবশ অন্ধকার দেখেছ?
এই অন্ধকারকে ভালোবেসেছো কখনো?
অতি আপন করে,
নিবিড়ভাবে?
যে অন্ধকার অতি নীরবে ছুঁয়ে যায়
হৃদয়ের খানিকটা উপরিভাগে।
তুমি কভু অচল অন্ধকারের
সচলতা দেখেছ?
সে অন্ধকারে ত্যাজোদীপ্ত ঈমানের সাড়া
পেয়েছো কখনো?
সেখানে প্রভূর ভালোবাসাগুলো স্মরণ করে,
দু'ফোটা অশ্রু ফেলেছো কখনো?
যে অশ্রুফোটা গুলো
রাতের অন্ধকারের সাথে মিশে,
একাকা..র হয়ে যায়!
জানো?
সে অন্ধকারের প্রতিটা ফোটা
হৃদয়ে হাহাকার তোলে,
এ যে অন্ধকারের হাহাকার ,
নিকষ কালো কালিমার হাহাকার,
স্বার্থপরতা, ব্যর্থতা আর কৃতঘ্নতার হাহাকার,
অব্যক্ত ভালোবাসা প্রকাশের হাহাকার।
এ যে শপথের পানে,

নির্ভীকতা চাওয়ার হাহাকার।
এ যে ভূলোক ছেড়ে,
মাকামে মাহমুদে পৌঁছানোর হাহাকার।
অন্ধকার,
এ যে গভীর কালো অন্ধকার,
এ যে মুক্তির অন্ধকার।

পঠিত : ১৪১৫ বার

মন্তব্য: ০