Alapon

দুঃশ্চিন্তা মুক্ত জীবনের গুরুত্ব ও ফজিলত...


সে অনেকদিন আগের কথা। একবার এক শিক্ষক পানি ভর্তি গ্লাস নিয়ে ক্লাসে প্রবেশ করলেন। ক্লাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, ‘তোমরা আমার হাতে কী দেখতে পাচ্ছো?’
শিক্ষার্থীরা জবাব দিলো, ‘পানি ভর্তি গ্লাস।’
তখন শিক্ষক প্রশ্ন করলেন, ‘আচ্ছা, এই পানি ভর্তি গ্লাসের ওজন কত হতে পারে?’

তখন এই শিক্ষার্থী উত্তর দিলো, ‘সম্ভবত একশত গ্রাম।’
তৎক্ষনাত অপর একজন শিক্ষার্থী বলল, ‘একশত পঞ্চাশ গ্রাম হবে হয়তো।’
তখন শিক্ষক বললেন, ‘আসলে কত ওজন হবে, তা আমি নিজেও জানি না। ওজন জানতে হলে মাপতে হবে।’

আচ্ছা, ‘এই পানি ভর্তি গ্লাসটি হাতে নিয়ে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে কি আমার কোনো কিছু হবে?’
শিক্ষার্থীরা জবাব দিলো, ‘না, কিছুই হবে না।’
শিক্ষক বললেন, ‘হ্যা কিছুই হবে না। কিন্তু আমি যদি এই গ্লাসটি হাতে নিয়ে এভাবে দু ঘন্টা দাঁড়িয়ে থাকি, তাহলে কি কিছু হবে?’
তখন এক শিক্ষার্থী দাঁড়িয়ে বলল, ‘হ্যা, আপনার হাত ব্যাথা হবে।’
তখন শিক্ষক প্রশ্ন করলেন, ‘আর এভাবে যদি ২৪ ঘন্টা দাড়িয়ে থাকি, তবে কি কিছু হবে?’
তখন এক শিক্ষার্থী বলল, ‘হ্যা, অনেক কিছু হতে পারে। আপনার হাতে পেশি শক্তিতে টান পড়তে পারে, হাত অসাড় হয়ে যেতে পারে, হাতে তিব্র ব্যাথা হতে পারে এমনকি আপনার হাতটা প্যারালাইজড হয়ে যেতে পারে।’
তখন শিক্ষক প্রশ্ন করলেন, ‘২৪ ঘন্টা গ্লাস হাতে গ্লাস নিয়ে থাকলে কি এর ওজন বৃদ্ধি পাবে?’
তখন শিক্ষার্থীরা জবাব দিলো, ‘না, ওজন বৃদ্ধি পাবে না।’
তখন শিক্ষক প্রশ্ন করলেন, ‘তাহলে হাতে ব্যাথা হবে কেন, পেশিতে টান পড়বে কেন, হাতে ব্যাথা অনুভব হবে কেন?’
এই প্রশ্নে শিক্ষার্থীরা ধাঁধাঁয় পড়ে গেল। ভাবলো, ‘আসলেই তো, ওজন বাড়বে না কিন্তু হাতে ব্যাথা হবে কেন?’

শিক্ষার্থীদের চিন্তিত চেহারা দেখে শিক্ষক হেসে ফেললেন। তারপর বললেন, ‘তাহলে ব্যাথা থেকে মুক্তির জন্য আমার কী করা উচিত? গ্লাসটি নামিয়ে রাখা উচিত।’

আমাদের জীবনের দুঃশ্চিন্তাগুলোও এই পানি ভর্তি গ্লাসের মত। আমরা দুঃশ্চিন্তা গুলো নিয়ে যদি বেশি ভাবি, তবে আমাদের স্বাভাবিক কাজকর্ম কিছুটা ব্যহত হবে, জীবনে ছন্দপতন ঘটবে! এর চেয়েও যদি বেশি ভাবি, তবে জীবনের গতিপথ থমকে দাঁড়াবে এবং সেগুলোকে অনেক ভারি ও কঠিন মনে হবে। যেমনটা ২৪ ঘন্টা পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলে মনে হবে।

কিন্তু আমরা যদি রাতে ঘুমানোর সময় সব দুঃশ্চিন্তাকে ঝেড়ে ফেলে, আল্লাহর উপর ভরসা রেখে ঘুমাতে যাই, তবে আমাদের জীবন হবে ব্যাথামুক্ত ও সুন্দর।

আল্লাহর রাসূল বলেছেন, ‘যে একটিমাত্র লক্ষ্য (আখিরাত) নির্ধারণ করে, আল্লাহতায়ালা তাকে ইহকালীণ জীবনে তৃপ্ত করবেন। কিন্তু যে ব্যক্তি চিন্তায় জর্জরিত, সে দুনিয়াতে কী পেল আর কী পেল না, তা নিয়ে আল্লাহর কোনো দায়িত্ব নেই।’ (আল হাকিম)

পঠিত : ৩৭৯ বার

মন্তব্য: ০