Alapon

রোহিঙ্গা

রোহিঙ্গাদের নিয়ে মিডিয়া, সোসাল মিডিয়া দেশ বিদেশে অনেক কথা হচ্ছে। সভা সমাবেশ মিছিল মিটিং হচ্ছে। 


সবচেয়ে বেশি দরকার একজন এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি কার্যকরী পদক্ষেপ নিতে পারবেন।


প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশের অনেক দ্বায়িত্ব অাছে। তবে বিষয় হচ্ছে মায়ানমার একটা বর্বর রাষ্ট্র, যাদের সাপোর্ট দিচ্ছে চীনের মতো রাষ্ট্র।


যাহোক মায়ানমারে যা হচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। মানবাধিকার প্রতিষ্ঠান গুলো মুখে কুলুপ দিয়ে অাছে। সুলতানা কামাল ঘুমাচ্ছে। মুসলমান নিঘৃত হলে কেও কথা বলেনা।


অামাদের মনে রাখা উচিৎ সকল মানুষের মানবাধিকার সমান। তবে কেনো রহিঙ্গারা মানবাধিকার বঞ্চিত হবে???


সবাই তার নিজ স্থান থেকে রহিঙ্গাদের বিষয়ে সোচ্চার হোন। 


বাংলাদেশও মুক্তিযুদ্ধের সময় এমনই বিপদে পড়েছিলো। বাংলাদেশকে সহযোগীতা করা উচিৎ।

পঠিত : ১০৭২ বার

মন্তব্য: ০