Alapon

পুরষ্কার

টিস্যুপেপার দেখেছেন?


কিছু কিছু ঘটনা দেখি অার ভাবি দুনিয়াটা টিস্যু পেপারের মতো। কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষকে কুত্তার মতো খাওয়ায়ে বড় করে। যখন যা বলে তাই শনে। কাজ করার সময় ভালো মন্দ ন্যয় অন্যায় বিচার বিবেচনা করেনা। সাময়িক কিছু সুবিধা লাভের জন্য রাতকে দিন অার দিনকে রাত করতে পিছুপা হয়না। নিজের পরিণতি কখনা ভাবেনা। 


 


 


অবশেষে এই সব মানুষকে টিস্যুপেপারের মতো ব্যবহার করে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। অাবর্জনা ডাষ্টবিনেই ভালোমানায়। তাইতো ইতিহাসের পাতাই মিরজাফর ইংরেজদের কাছে কোন ক্ষমা পাই নাই। পায়নাই তার কাংক্ষিত ক্ষমতা। কারণ যারা দুই নম্বর প্রকৃতির মানুষ তারা কখনো অন্যকে বিস্বাস করে না। কাজ শেষ হলেই বিদায় দিয়ে দেয়। এসব দেখার পরেও কিছু মানুষ ইচ্ছায় অার কিছু মানুষ প্রথমে সখের বসে  করে এবং পরে বাধ্য হয়ে অন্যয় কাজ করে। 


 


কিন্তু এধরনের সব শয়তানদেরই জায়গা হয় ডাস্টবিনে। ক্ষমতা হাতে থাকলে অপব্যবহার করতে খুবভালো লাগে কিন্তু কেওই তার পরিণতি চিন্তা করে না। দেখায় ক্ষমতার মিথ্যা অহামিকা। 


 


তাইতো, যে যেমন কাজ করবে সে তার উপযুক্ত পুরস্কার পাবে। কেঁদে কোন লাভ হবে না...


 


 

পঠিত : ৫৬৩ বার

মন্তব্য: ০