Alapon

কে ছিলেন এই খনা?

খনার বচন শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুস্কিল, কিন্তু খনার বৃত্তান্ত জানেন এমন লোক খুবই কম। ভারতীয় উপমহাদেশে যে ভাষায়ই খনার বচন প্রচলিত হয়েছে তারাই খনাকে নিজেদের লোক বলে দাবি করেছেন। কিংবদন্তী অনুসারে খনা মিহিরের স্ত্রী। এই দাবির স্বপক্ষে প্রমাণ খনার বচনেই আছে- খনা তার বচনে নিজেকে মিহিরের স্ত্রী এবং বরাহকে শ্বশুর বলে সম্বোধন করেছেন।
--



খনার স্বামী মিহিরও ছিলেন বিখ্যাত জ্যোতিষী, শ্বশুর বিক্রমাদিত্যের রাজ দরবারের নবরতেœর অন্যতম সদস্য। খনার ভবিষ্যৎবাণীর কারণে বরাহের খ্যাতি ম্লান হতে থাকে, এর ফলশ্রুতিতে খনাকে হত্যা অথবা জিহ্বা কর্তন করা হয়। অবশ্য কোনো কোনো পণ্ডিত এ রকমও বলেছেন যে, খনাকে তার ভবিষ্যৎ বক্তৃতাবলীর জন্য নয় ব্রাহ্মণ বিদ্বেষের জন্য হত্যা করা হয়। কারণ খনা ছিলেন চার্বাকের অনুসারী নাস্তিক।


খনার বচন
===========


=> কলা রুয়ে না কেটো পাত,
তাতেই কাপড় তাতেই ভাত।
অর্থ - কলাগাছের পাতা না কাটলে তাতে কলার ফলন ভালো হয়।


=> নারিকেল গাছে নুনে মাটি,
শীঘ্র শীঘ্র বাধে গুটি।
অর্থ - নারিকেল গাছের গোড়ায় লোনা মাটি দিলে নারিকেলের ফলন ভালো হয়।


=> হাত বিশেক করি ফাঁক,
আম কাঠাল পুতে রাখ।
অর্থ - বিশ হাত ফাঁক করে আম কাঁঠাল গাছ না বুনলে গাছে ভালো ফল আসে না।


=> ডাক দিয়া বলে মিহিরের স্ত্রী শোন পতির পিতা,
ভাদ্র মাসে জলের মধ্যে নড়েন বসুমাতা।
রাজ্য নাশ গো নাশ হয় অগাধ বান,
হাতে কাঠা গৃহী ফিরে কিনতে না পায় ধান।
অর্থ - ভাদ্র মাসে ভুমিকম্প হওয়া বড় বন্যা এবং ফসলের দারুণ ক্ষতির লক্ষণ।


=> শুক্লপক্ষে ফসল বুনে,
ছালায় ছালায় টাকা গুনে।
অর্থ - চাঁদের শুক্লপক্ষে ফসল বুনলে ফলন ভালো হয়।


=> আষাঢ় শ্রাবণে টুটে পানি,
তার মর্ম পাছে জানি।
অর্থ - আষাঢ় শ্রাবণ মাসে বর্ষা কম হলে পরে বন্যা হয়।


=> মানুষ মরে যাতে, গাছলা সারে তাতে।
পচলা সরায় গাছলা সারে, গোধুলা দিয়ে মানুষ মারে।
অর্থ - যে স্থান মানুষ বাসের অযোগ্য সে স্থানে গাছ ভালো হয়। পচা দুর্গন্ধ মানুষের জন্য ক্ষতিকর হলেও গাছের জন্য তা উপকারী।


পঠিত : ৯৪৯ বার

মন্তব্য: ০