Alapon

হতাশা পেরিয়ে..



তোমার আকাশে তো কেবলি ভোর হলো
ঘন অমানিশার চাদরে ঘেরা
একগুচ্ছ তারাদের দিন ফুরোলো..

সেতারার উদয় হবে এই তো
বেশ কিছুটা পরেই
কেন তবে অকারণে ভাবনা শতশত  
ক্লান্তিতে ভোগা মিছেই…  

পথিক, এ পথ নয় তো মসৃণ খুব
খানাখন্দে ভরা, বেজায় প্রতিকূল 

রাত্রিপ্রহর ফুরিয়েছে যখন
ভেবেছিলে কি সুখে ভরা হবে এ জীবন?

দিবসের মধ্যভাগে আসে প্রখর রোদ্দুর
গোধূলির বিষন্নতায় মিশে একাকীত্বের সুর। 


তোমার স্বপ্নালু চোখে নেই ঘুম তাই
কখন উঠবে সেতারা..
দিবা আলোয় স্নাত হবে চারিপাশ
উচ্ছলতায় হেসে উঠবে তুমি 
প্রাণভরে নেবে শ্বাস…! 

পেতে সেই সোনালী সকাল
পথ দিতে হবে পাড়ি 
বেজায় বন্ধুর…. 

শক্ত করে ধরো হাল জীবন নদীর
তুমি বিজয়ী হবে
হবে নিশ্চয়ই..

~ হতাশা পেরিয়ে ~
- সাবিহা

২৫শে মে' ২০২১

পঠিত : ২২৮ বার

মন্তব্য: ০