Alapon

আদর্শিক রাষ্ট্রের পরিচয়ে ইমাম মওদূদী রহিমাহুল্লাহ



⏹️আদর্শিক রাষ্ট্রের পরিচয় দিতে গিয়ে উস্তায সাঈয়িদ আবুল আ'লা মওদূদী রহিমাহুল্লাহ তাঁর "ইসলামি রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হয়" বইতে বলেন :

১. আদর্শিক রাষ্ট্র হবে সম্পূর্ণ জাতীয়তাবাদের কলুষমুতাক্ত।

২. এ রাষ্ট্র পরিচালনায় বংশ, গোত্র, জাতি, ধর্ম, বর্ণ ও ভাষা নির্বিশেষে সকলেই অংশীদার হয়ে যাবে।

৩. জাতীয়তাবাদী রাষ্ট্রসমূহের গঠনের কর্মপন্থা ও আদর্শিক রাষ্ট্র গঠনের কর্মপন্থা কখনো এক হতে পারে না।

৪. আদর্শিক রাষ্ট্রের মূল লক্ষ্য হল মানুষ ও মানব জাতি।

যারা আমাদের ওপর তথা মুসলমানদের ওপর সুশীলতা ফলাতে আসে তেমন কিছু মতবাদের অসারতা বর্ণনা করেন। যেমন ফরাসি বিপ্লব। খৃষ্টবাদ। সমাজতন্ত্র। এদের সম্পর্কে তিনি বলেন :

ক. খ্রিষ্টবাদ আদর্শিক রাষ্ট্রের অস্পষ্ট নকশা লাভ করেছিলো, কিন্তু আদর্শিক রাষ্ট্রের কাঠামো লাভ করেনি।

খ. ফরাসী বিপ্লব ও সমাজতন্ত্রে আদর্শিক রাষ্ট্রের ক্ষীণ রশ্মি দেখা দিলেও তাতে অচিরেই অন্ধ জাতীয়তাবাদ ঢুকে পড়ে। এবং তারা একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যর্থ হয়।

➡️এক্ষেত্রে তিনি বলেন :

????পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত একমাত্র ইসলাম-ই পারে এবং পেরেছিলো জাতীয়তাবাদের যাবতীয় সংকীর্ণ ভাবধারা থেকে মুক্ত করে রাষ্ট্রব্যবস্থাকে নিরেট আদর্শিক বুনিয়াদের উপর প্রতিষ্ঠা করতে ।

➡️যাদের দ্বারা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেছেন :

???? পাশ্চাত্য ইতিহাস, রাজনীতি, সমাজ বিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতিতে শিক্ষিত ব্যক্তিদের দিয়ে আদর্শিক রাষ্ট্র গঠন সম্ভব নয়, যদিও তারা মুসলমান হয়।

তিনি যে বলেছেন জাতীয়তাবাদী রাষ্ট্রসমূহের গঠনের কর্মপন্থা ও আদর্শিক রাষ্ট্র গঠনের কর্মপন্থা কখনো এক হতে পারে না।

কারণ;
★ আদর্শহীন সাধারন রাষ্ট্রের প্রধান বিচারপতি ইসলামী রাষ্ট্রের কেরানী হবারও যোগ্য নয়।

★ ধর্মহীন রাষ্ট্রের পুলিশ ইনস্পেক্টর জেনারেল ইসলামী রাষ্ট্রের সাধারণ কমস্টেবল হবার যোগ্য নয়।

★ ধর্মহীন রাষ্ট্রের ফিল্ড মার্শাল ইসলামী রাষ্ট্রের একজন সিপাহী হবারও যোগ্য নয়।

আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখে তিনি তাদের সম্পর্কে বলেন :
১. এই রাষ্ট্র প্রতিষ্ঠার নেতৃত্ব যারা দিবে, সেই নেতাদের হতে হবে আদর্শের বাস্তব নমুনা।

২. আর এই আন্দোলনের নেতা ও কর্মীদেরকে অগ্নিপরীক্ষায় নিখাঁদ প্রমাণিত হতে হবে।

পঠিত : ৪০৮ বার

মন্তব্য: ০