Alapon

আল্লাহই ধনী এবং তোমরা সবাই ফকির...



আজ যখন ফজর নামাজ পড়ার জন্য মসজিদ এ গেলাম তখন এক মুসলিম ভাইকে দেখে অবাক হলাম।

ওযু করতে গিয়ে একজন ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা করলাম, ‘ভাই চোখে পানি কেনো?’ লোকটি চোখ মুছে টুপিটা মাথায় দিয়ে বলল, ‘ভাই আমাদের মতো গরীবের মনে হয় এই দুনিয়া নয়। সারাদিন পরিশ্রম করার পর, দুঃখ-কষ্ট যেনো আমাদের পিছু’ই ছাড়ে না।’

এইটুকু বলে তিনি মসজিদের ওপর পাশে চলে গেলেন ওযু করতে। ঐই সময় তাকে শান্তনা দেয়ার সময়টা আমার হয়নি। নামায আদায় করে কোরআন তেলাওয়াত শেষে বের হলাম মসজিদ থেকে। কিন্তু কয়েক পা এগুতে’ ই সেই ব্যক্তিকে হাসতে দেখে বেশ অবাক হলাম। সরাসরি লোকটির কাছে গিয়ে বললাম যে, ‘মসজিদে আসার সময় আপনি তো কান্না করছিলেন কিন্তু এখন দেখি হাসছেন। ভাই হাসার কারনটা কি জানতে পারি।’

লোকটি হাসি থামিয়ে বলল, ‘ভাই, নামায আদায় করে পুকুর পাড়েতে বসে কাঁদছিলাম। মসজিদের ঈমাম সাহেব আমার কান্না দেখে এগিয়ে আসেন ও জিজ্ঞাসা করলেন কেনো কান্না করছি আমি। আমি কান্নার কারনটা বলার পর তিনি আমাকে এমন কিছু আয়াত শোনালেন, যা শুনে আমার সব দুঃখ-কষ্ট আমি ভুলে গেলাম।’

লোকটির কথা শোনার পর নিজেই হাসতে হাসতে বাসায় চলে আসি। কারন পবিত্র কুরআনে এমন কিছু আয়াত রয়েছে, যা সত্যিই একজন মানুষের সব দুঃখ-কষ্ট ভুলিয়ে দিতে পারে। আসুন একটু বিস্তারিত বলি(অর্থাত্‍ সেই আয়াতগুলো)।

ﺳَﻴَﺠْﻌَﻞُ ﺍﻟﻠَّﻪُ ﺑَﻌْﺪَ ﻋُﺴْﺮٍ ﻳُﺴْﺮًﺍ

‘আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।’
(সুরা তালাকঃ ০৭)।

ﺇِﻥَّ ﻣَﻊَ ﺍﻟْﻌُﺴْﺮِ ﻳُﺴْﺮًﺍ
‘নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।’
(সুরা ইনশিরাহঃ ০৬)।

ﺇِﻧَّﻤَﺎ ﺃَﺷْﻜُﻮ ﺑَﺜِّﻲ ﻭَﺣُﺰْﻧِﻲ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ
‘আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।’
(সুরা ইউসুফঃ ৮৬)।

ﺃَﻟَﺎ ﺇِﻥَّ ﻧَﺼْﺮَ ﺍﻟﻠَّﻪِ ﻗَﺮِﻳﺐٌ
‘জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে।’ (সুরা বাকারাঃ ২১৪)।

ﻭَﻟَﺎ ﺗَﻴْﺄَﺳُﻮﺍ ﻣِﻦ ﺭَّﻭْﺡِ ﺍﻟﻠَّﻪِ ۖ ﺇِﻧَّﻪُ ﻟَﺎ
ﻳَﻴْﺄَﺱُ ﻣِﻦ ﺭَّﻭْﺡِ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻟَّﺎ ﺍﻟْﻘَﻮْﻡُ
ﺍﻟْﻜَﺎﻓِﺮُﻭﻥَ‏

‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।’
(সুরা ইউসুফঃ ৮৭)।

ﻟَﺎ ﻳُﻜَﻠِّﻒُ ﺍﻟﻠَّﻪُ ﻧَﻔْﺴًﺎ ﺇِﻟَّﺎ ﻭُﺳْﻌَﻬَﺎ
‘আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না।’
(সুরা বাকারাঃ ২৮৬)।

ﻭَﻟَﻨَﺒْﻠُﻮَﻧَّﻜُﻢ ﺑِﺸَﻲْﺀٍ ﻣِّﻦَ ﺍﻟْﺨَﻮْﻑِ
ﻭَﺍﻟْﺠُﻮﻉِ ﻭَﻧَﻘْﺺٍ ﻣِّﻦَ ﺍﻟْﺄَﻣْﻮَﺍﻝِ
ﻭَﺍﻟْﺄَﻧﻔُﺲِ ﻭَﺍﻟﺜَّﻤَﺮَﺍﺕِ ۗ ِّﺮِ
ﺍﻟﺼَّﺎﺑِﺮِﻳﻦَ‏
‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা,মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’
(সুরা বাক্বারাঃ ১৫৫)।

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺳْﺘَﻌِﻴﻨُﻮﺍ
ﺑِﺎﻟﺼَّﺒْﺮِ ﻭَﺍﻟﺼَّﻠَﺎﺓِ ۚ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻣَﻊَ
ﺍﻟﺼَّﺎﺑِﺮِﻳﻦَ
‘হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।’

(সুরা বাকারাঃ ১৫৩)।
ﻭَﻟَﻢْ ﺃَﻛُﻦ ﺑِﺪُﻋَﺎﺋِﻚَ ﺭَﺏِّ ﺷَﻘِﻴًّﺎ
‘হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে
ডেকে ব্যর্থ হইনি।’
(সুরা মারইয়ামঃ ৪)।

- পারভেজ

পঠিত : ২৬৫০ বার

মন্তব্য: ১

২০২১-০৭-২৯ ০৯:৫৭

User
সামিউল ইসলাম বাবু

Subhanallah

submit