Alapon

এসো মুক্তির মোহনায়।

এসো মুক্তির মোহনায়।[b]
আল কুরআন তোমায় হাতছানি দিয়ে ডাকছে।
[/b]
আধুনিক যুগের জনপ্রিয় জাহেলিয়াতের অন্ধকার গলিপথ পাড়ি দিতে কুরআনের আলো ছাড়া গত্যন্তর নেই।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পবিত্র কুরআনে আমাদেরকে তাঁর ক্ষমা ও জান্নাতের দিকে দৌঁড়াতে বলেছেন। তিনি বলেন,
"আর তোমরা দৌঁড়াও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও যমীনের সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে।"
(আলে ইমরান: ১৩৩)

সুবহানাল্লাহ!
অথচ আমরা কোন দিকে ছুটে যাচ্ছি? যে পথে পা বাড়িয়েছি, তা কি জান্নাতের পথ, নাকি জাহান্নামের ?
নিঃসন্দেহে জান্নাত‌ই মুমিনের সফলতার একমাত্র সোপান। সত্যিকার অর্থে আমরা তখন‌ই সফল হবো, যখন আমরা জান্নাতে প্রবেশ করবো‌। এসো সেই জান্নাতের দিকে দ্রুতবেগে ছুটে যাই। আল কুরআনের আলো দিয়ে নিজের জীবন ও ঘূনেধরা এ সমাজটাকে আলোকিত করি।

"এসো মুক্তির মোহনায়‌।
ছেড়ে দাও অন্যায় অনাচার
ভুলে যাও জীবনের যত ভুল।
ফিরে এসো সত্যের নতুন পথে,
কুরআনের পথ শুধু নির্ভুল।"

পঠিত : ৬৫০ বার

মন্তব্য: ০