Alapon

জীবন চলার পথে

(লেখাটা ভালো লেগেছে তাই শেয়ার করলাম)


যে মা তার কালো মেয়েকে বিয়ে দেয়ার চিন্তায় রোজ নীরবে দীর্ঘশ্বাস ফেলছে, সেই মা'ই আবার তার ছেলের জন্য দুধে আলতা বৌ খুঁজবে ! (অবশ্য সবাই নয়)

যে মা বিয়ের আগে ও পরে তার মেয়েকে শেখাচ্ছে কি করে স্বামী আর শশুর বাড়ির লোকদের কন্ট্রোল করতে হয়,
সেই মা'ই একদিন তার ছেলের বৌকে নিজের মত করে চালাতে না পারার দুঃখ, পাড়ায় পাড়ায় বিলি করবে,বিয়ের পর ছেলে বদলে গেছে বলে আক্ষেপ করবে ! (অবশ্য সব মা এমন নয়)

যে বাবা তার নিজের মেয়ের বিয়েতে তাকে দেয়া যৌতুক "ভদ্র সমাজে যেটাকে মেয়ের বাড়ির উপহার বলি আমরা" এর যোগান কিভাবে হবে ভেবে ভেবে রাতের ঘুম হারাম করে,
সেই বাবা'ই আবার তার ছেলের বিয়েতে যৌতুকের ব্যাপার হেসে-খেলে এক ফাঁকে মেয়ে পক্ষকে বলে হাফ ছেড়ে বাঁচবে !

যে ভাই নিজের বোনের সম্ভ্রম রক্ষায় তাকে চোখের আড়াল করেনা,
সেই ভাই'ই আবার পাড়ায় অন্য মেয়েদের দেখে যৌনকামনা পূরণের সুজোগ খোঁজে !

যে নেতা 'নারী' উন্নয়ন সংগঠনে সকাল বিকাল গলা চেচিয়ে নারী অধিকার নিয়ে বক্তৃতা দিতে দিতে গলা ফাটিয়ে ফেলছেন,
তারই বাসার কাজের মেয়েটা ধর্ষিতা হচ্ছে দিনের পর দিন,হয়তো তার হাতে নয়তো তার ছেলের !

যে মালিক তার কোম্পানির মেয়ে কর্মচারী কে প্রাইভেট ভাবে রুমে ডেকে তার অসহায়ত্বের সুজোগ নিতে চাইবে,
তারই নিষ্পাপ বাচ্চা মেয়েটা তার বাসায় আসা বন্ধুর কাছে সবার অজান্তে দিনের পর দিন লাঞ্ছিত হবে !

লোকাল বাসে আপনার পাশে বসা মেয়েটার শরীরটাকে দর্শনে ধর্ষণ করছেন, ইনিয়ে বিনিয়ে তার শরীর ছুঁয়ে দিচ্ছেন.
মনে আছে তো?
আপনার মেয়েটাও স্কুল'কলেজ থেকে লোকাল বাসেই বাসায় ফেরে, আপনার স্ত্রী কিংবা বোনও এই লোকাল বাসেরই যাত্রী।
অতঃপর সারাক্ষণ আমরা সমাজ পাল্টাই, অথচ আমরা ভুলেই যাই সমাজের নিজস্ব বলে কিছু নেই, যা কিছু আমি করি, আমরা করি, তাই সমাজ তার ঝুলিতে ভরে !
সুতরাং, আসুন নিজে পরিবর্তন হই, একদিন সমাজও পরিবর্তন হবে, ইনশা আল্লাহ।


জাগ্রত হোক বিবেক বিবেচনা, সকলের তৈরী হোক সুস্থ্য সুন্দর মন-মানষিকতা।
অাল্লাহ অামাদের তৌফিক দান করুন।
(সংগৃহিত)

পঠিত : ৫০৬ বার

মন্তব্য: ০