Alapon

আখিরাত সম্পর্কে এতো উন্নত কথা আর কাউকে বলতে শুনিনি!

"আসল কামিয়াবি- যেদিকে আমাদের লক্ষ্য নিবদ্ধ থাকা দরকার, তা হলো এই যে, আমরা দুনিয়ার এ পরীক্ষা কেন্দ্রের যেখানে, যে অবস্থায়‌ই থাকি না কেন, আমাদের সাজ-সরঞ্জাম যাই হোকনা কেন, আমরা যেন নিজেদেরকে আল্লাহ তায়ালার অনুগত বান্দাহ এবং তাঁর মর্জির সঠিক তাবেদার সাব্যস্ত করতে পারি। একমাত্র এভাবেই আমরা আখিরাতে আল্লাহ তাআলার অনুগত বান্দাহদের নির্দিষ্ট মর্যাদা লাভে সক্ষম হবো।

এটাই হচ্ছে আসল কথা। কিন্তু এটা এমন একটা বিষয় যে, একবার মাত্র জানলে, বুঝলে ও স্বীকার করলেই এ কাজটি সম্পন্ন হতে পারেনা। বরং সদা-সর্বদা স্মরণ রাখার জন্য কঠোর পরিশ্রম ও যত্ন করতে হয়। নতুবা এমন এক অবস্থার সৃষ্টি হতে পারে, আখেরাতকে অস্বীকার না করেও আমরা হয়তো আখিরাতে অবিশ্বাসীদের ন্যায় নিছক পার্থিব কাজে লিপ্ত হয়ে পড়বো।"

সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহ.; (হেদায়েত ব‌ই)

পঠিত : ৩৮৫ বার

মন্তব্য: ০