Alapon

জেরুজালেম বিজয়


আজকে ০২-ই অক্টোবর। জেরুজালেম বিজয়ের দিন।
বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার দিবস।
১১৮৭ সালের ০২-ই অক্টোবর গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে জেরুজালেম মুসলমানদের অধিকারে আসে।
সুলতান সালাউদ্দিন আইয়ুবি
ছিলেন দুঃসাহসিক যোদ্ধা।
সুলতান সালাউদ্দিন আইয়ুবী শৈশব কালে তাঁর পিতা নাজমুদ্দিন আইয়ুবীর কাছ থেকে বায়তুল মোকাদ্দাসের অবমাননা ও সেখানকার মুসলমানদের ওপর জঘন্য বর্বরতার কাহিনী শুনেছিলেন। তাঁর পিতা এ কাহিনী শুনেছিলেন তাঁর দাদা শাদী আইয়ুবীর কাছ থেকে।

শৈশবের শোনা সেই নির্মমতার কাহিনী তাঁর ছোট্ট হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। বয়স বাড়লেও সেই কাহিনীর কথা তিনি কোন দিন ভুলতে পারেননি। বরং সুলতান আইয়ুবী অনুভব করছিলেন, যতই তাঁর বয়স বাড়ছে ততোই তাঁর রক্তে, তাঁর শিরায় শিরায় সেই বর্বরতার তিক্ত স্মৃতি প্রচণ্ড আলোড়ন ও ঝড় তুলছে।
শৈশবে যখন তিনি এ কাহিনী শুনেছিলেন তখনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, বায়তুল মোকাদ্দাস তিনি একদিন মুক্ত করবেন। বয়স বাড়ার সাথে সাথে সেই শপথ তাঁর দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে।
আল্লাহর রহমতে তিনি সফল হয়েছেন।

তার সাথে এই বিজয়ে যাদের ভূমিকা ছিলো সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম, গোয়েন্দা বিভাগের প্রধান আলী বীন সুফিয়ান,পুলিশ প্রধান গিয়াসউদ্দিন, কাজি বাহাউদ্দীন শাদ্দাদ ও সুলতানের ভাই,নুরুদ্দিন জঙ্গির স্ত্রী সহ আরো অনেকে...........।
আল্লাহ সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। (আমিন)ল

পঠিত : ১১৩৪ বার

মন্তব্য: ০