Alapon

চুরি করেন কিন্তু জানাইয়া কইরেন!

শিক্ষামন্ত্রী সাহেব ডি আই এ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন
" ঘুষ খান কিন্তু সহনীয় মাত্রায় খান। "


মানে চুরি করেন কিন্তু আমাকে জানাইয়া করেন। raspberry


এখন এই কথাটারে ডিফেন্ড করতেছে অনেকে যে ঘুষ তো আসলেই খাওয়া হয় শিক্ষামন্ত্রী সাহেব বাস্তবতাটা তুলে ধরেছেন শুধু। তো আজ্ঞে আমি যদি আপনার গালে
কষাইয়া একটা চড় মাইরা আবার আমিই বলি
" চড় খান কিন্তু হিসাব কইরা খান।"


আপনার কেমন লাগবে?


তখন আপনের যেমন লাগবে ঠিক তেমনি এখন আমাদের লাগতেছে।
কারণ গণপ্রজাতন্ত্রী দেশে দরকারি একটা শব্দ আছে। শব্দটা হইল
একাউন্টেবিলিটি। Accountability


মানে, জবাবদিহীতা। একটা ডেমোক্রেটিক দেশে প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীগণ দেশের নাগরিকদের কাছে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের ব্যাপারে
শতভাগ একাউন্টেবল থাকবে। ঠিক যেমনি প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে প্রজাতন্ত্রকে পরিচালনা বাবদ রাষ্ট্রের উন্নয়নে প্রজাতন্ত্রের নাগরিক গণ রাষ্ট্রকে আরোপিত ট্যাক্স দিতে বাধ্য থাকবে।


ইয়ে মানে মোট কথা হইল আপনে মন্ত্রী হইয়া কিংবা সরকারি কর্মকর্তা হইয়া যে প্রাডো গাড়ি আর সরকারি বাড়িতে আছেন না এইসব রাজকীয় সুবিধা আপনেকে মূলা ক্ষ্যাতে মূলা কাটবার জন্য দেয়নি। এইসব সুবিধা গ্রহনের বিনিময়ে আপনে প্রজাতন্ত্রের মানুষের সুবিধায় দায়িত্ব পালনে বাধ্য থাকিবেন।


যাকগে থিউরির কথা। আসল কথা হইল এই দেশ আপনাদের বাপের দিনের সম্মত্তি। সো বেশী তেড়িবেড়ি করিলে আমাকেও বাঁশ দিয়ে বলবেন
বাঁশ খান কিন্তু সহনীয় মাত্রায় খান। raspberry


ওয়ার্ল্ডের কিউটতম শিক্ষামন্ত্রী নাহিদ সাহেবের এই ততোধিক কিউট কোটেশন দ্বারা আরো যে কথা প্রমাণ হয় সেইডা হইল


ঘুষ খাওয়াটারে পাদ দেয়ার মত স্বাভাবিক ব্যাপার হিসেবে আমরা মেনে নিছি। মানে এইডা কোন ব্যাপার্। ঘুষ জিনিসটারে নাগরিক হিসেবে যেমন আমরা মেনে নিছি তেমনি যারা ঘুষ খায় তারাও একদম ইনোসেন্ট বেবিডলের মত আত্মসম্মানবোধ রে জাহান্নামে পাঠাইয়া, মাইনা নিছেন।


" সো হোয়াট ম্যান। গাঞ্জা গুঞ্জা তো খাইনা, একটু ঘুষই তো খাই। " raspberry


কারণ মন্ত্রী সাহেব এতগুলা কর্মকর্তার সামনে এই কথা বলছেন। এইটা কিন্তু একজন দায়িত্বশীল মন্ত্রীর সরাসরি স্টেটমেন্ট দেয়া যে আপনারা ঘুষ খান।


কই সেইখানে উপস্থিত একজন সরকারি কর্মকর্তার ও তো এইডা দাড়াইয়া বলার হ্যাডম হয় নাই


স্যার আই ডোন্ট টেক ব্রাইব। ইউ ক্যান নট ফলসলি একিউজ মি। প্রুভ ইট আদারওয়াইজ টেক ব্যাক ইওর জেনারেলাইজড স্টেটমেন্ট


নট আ সিঙ্গেল ওয়ান। এই ধরনের স্টেটমেন্ট অন্য কোন দেশে দিলে প্রশাসন ভার্সেস মন্ত্রীর যুদ্ধ শুরু হইয়া যাইত।
ব্রিটেনে কেবলমাত্র কম্পিউটারে পর্ণ রাখার কারণে এক মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হইছে। ওনলি পর্ণ রাখার কারণে। পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হইত।
কারণ দায়িত্বশীলদের এমন আচরণ প্রশাসনের অন্য কর্মকর্তাদের প্রতি ভুল সিগন্যাল দেয়।


কারণ সে দেশে একাউন্টেবিলিটি নামক একটা শব্দ আছে।


এইভাবে চলতে থাকলে কয়দিন পরে স্বরাষ্ট্র মন্ত্রী কইব


" খুন করেন কিন্তু একটু লেস ভায়োলেন্ট ওয়েতে খুন করেন"


এইদিকে খুনি আদালতে দাড়াইয়া জর্জ রে কইব
খিউল ম্যান! একটা খুনই তো করছি। raspberry


আরেক মন্ত্রী কইব
" রেপ করেন কিন্তু আস্তে ধীরে করেন। "


আর
রেপিস্টরা কইব
" ফিলিংস উঠছে রেপ করছি। প্রবলেম ম্যান। "


আর দেশের সো কল্ড সকল ক্ষেমতার উতস আমরা আম জনতা খুন রেপ দুর্নিতী সবকিছুরে মাইনা নিয়া কমু


মারা দেন কিন্তু আস্তে ধীরে দেন raspberry

পঠিত : ৫৭০ বার

মন্তব্য: ০