Alapon

ইখলাস

হাম্মাদ ইবনু যাইদ রাহিমাহুল্লাহ (জন্ম-৯৮ হিজরী) তাঁর উস্তায আইয়্যুব আস-সাখতিয়ানী রাহিমাহুল্লাহ (জন্ম-৬৬ হিজরী) এঁর সম্পর্কে বলেন –
.
আইয়্যুব আশ-সাখতিয়ানী রাহিমাহুল্লাহ এর সামনে হাদীস পাঠ করা হলে তিনি কাঁদতেন। সেই কান্নার ফোঁটা সবার সামনে দৃশ্যমান হওয়ার আগেই আইয়্যুব তাঁর নাক মুছতেন এবং বলতেন – “কী বাজেভাবে ঠান্ডা লেগে গেল!”
.
আশেপাশের লোকজন যেন তাঁর কান্না বুঝতে না পারে, সে কারণে তিনি ঠান্ডা-সর্দির ভান করতেন। মানুষজন তাঁর দিকে তাকালে তিনি বলতেন – “প্রায়ই এই বাজে ঠান্ডা লেগেই থাকে আমার।”
.
একবার সাথের লোকজন কান্নার বিষয়টি বুঝে ফেললে তিনি বলেন – “মানুষ বৃদ্ধ হয়ে গেলে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে; আমার মতো।”
.
*সূত্রঃ সিয়ারু আলামিন নুবালা (আয-যাহাবী), ৬/২০।
__________
#ইখলাস
#রিয়ার_ভয়

পঠিত : ২২৩ বার

মন্তব্য: ০