Alapon

আলুলীগকে কেন মুসলিম হিসেবে আমি ধরি না,?

উপরের এই প্রশ্ন কিছুদিন ধরে আমাকে ফেইসবুকে করা হচ্ছে, ফেইসবুকে পোস্টি পাবলিক করেছি, এবার ব্লগে পাবলিক করলাম
.
আপনারা যারা এমন প্রশ্ন করেন আমাকে আপনাদের জন্য এই লেখা,
.
আপনার প্রথম অভিযোগ মুসলিম হয়ে আরেক মুসলিম কে কেন অমুসলিম বলি,
.
তো ভাই মুসলিম কাকে বলে,?
.
অবশ্যই যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে তাদেরকে মুসলিম বলে তাই না?
.
এখন আপনি উল্টো প্রশ্ন করতে পারেন যে আওমিলীগের ওরা কি ঈমান আনেনি,
.
জ্বি ভাই ঈমান ঠিকই এনেছে,
.
কিন্তু এই ঈমানের কোনো দাম নেই আল্লাহর কাছে, আপনি যদি কুরআনের একটি আয়াত অস্বীকার করেন এবং আপনি
যদি কুরআনের একটি আয়াত না মানেন তাহলে আপনি কি হবেন,?
.
নিশ্চিত কাফের হবেন,
.
এখন আপনিই বলুন টাটকা ১২০টা আয়াত আওমিলীগ মানে না, তাহলে ওরা কি হবে,
একটি আয়াত না মানার কারণে যদি আপনি কাফের হতে পারেন, আর যদি ১২০টা আয়াত যদি আপনি না মানে তখন আপনি কি হবেন,
.
কুরআন এই ব্যাপারে খুব মজার একটি কথা বলছে দেখুন-
আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়।
-আল কুরআন
.
এই আয়াতের সাথে আওমিলীগের চরিত্র মিলিয়ে দেখুন তো, যে আওমিলীগ কে কি মুসলিম বলা যাবে? এই আয়াতে আপনার যদি মন ভরে না তাহলে পড়ের আয়াতটা দেখুন.---তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।
.
এইখানে দেখুন আল্লাহ কি বলছেন?
আওমিলীগের চরিত্র সাথে মিলিয়ে দেখলে দেখবে পুরো মিলে গিয়েছে, আওমিলীগ যারা করে ওদের মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নেই,
.
সুতরাং ভাই শুধু শুধু জ্বালতন করবেন
না, এইসব বিষয়ে যদি আপনার চুলকানি থাকে, তাহলে দয়া করে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে লাকি মলম লাগাবেন আশা করি, ৩দিনে রোগ মুক্তি লাভ করবেন.....

পঠিত : ৭৫১ বার

মন্তব্য: ০