Alapon

কাল এবং সৌন্দর্য



কালের সহিত মানুষের যেই বিষয়টি সবসময় পরিবর্তনযোগ্য তথা পরিবর্তন হইতে থাকে তাহা হইতেছে তাহার মুখমন্ডল।
শিশু কাল হইতে কৈশর, কৈশর হইতে বালেগ, বালেগ হইতে যৌবন, যৌবন হইতে বার্ধক্য, মানুষের এই মুখাবয়ব একেক কালে একেক রকমের হইয়া থাকে। মোট কথা কালের বিবর্তনের সহিত তাল মিলাইয়া ইহা পরিবর্তিত হইতে থাকে।
এই কারনে কাউকে শুধুমাত্র তাহার রুপ তথা মুখাবয়ব দিয়া তাহার সৌন্দর্যের বিচার করা মূর্খতার সামিল।



মানুষের সৌন্দর্য তাহার রুপে নয়, বরং তাহার মনে, তাহার রুচিশীলতায়, তাহার মননশীলতায়। যাহার প্রতিফলন ঘটে তাহার ব্যাক্তিত্বে, তাহার চালচলনে।

২৪/০২/২০ ইং
শামীম।

পঠিত : ৫১৫ বার

মন্তব্য: ০