Alapon

দেশের প্রধান অর্থকরী ফসল "ইয়াবা"


সবাই মাদকের বিরোধীতা করছেন। ঘষণা করছেন বিভিন্ন ঘষণা। ফলাফলটা কি দাড়াচ্ছে? ভেবেদেখুন।


এলাকার ছোট ভাই। প্রতিবেশি, শিক্ষিত অশিক্ষিত ধনীদরিদ্র সব পরিবারে মাদক একটা মেজর সমস্যা হয়ে উঠেছে।


সরকার বিভিন্ন কথা বলছে অথচ ২০১১-২০১৭ পর্যন্ত ৮০% ইয়াবার ব্যবহার বেড়েছে। বর্তমানে বছরে ৬হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে। সে হিসেবে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল বললেও ভুল হবে না। বরং অনেক অনেক বেশিই হবে।


দ্রুত কোটিপতি হওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো মাদক ব্যবসা। অার মাদকের ব্যবসা করতে হলে হাত শক্ত না হলে টিকে থাকা যায় না।


অনেকে মনে করেনঃ মাদকের সাথে সরকারি দলের সদস্য, প্রশাসনের সদস্য সরাসরি জড়িত তাই মাদক সমস্যার সমাধান হচ্ছে না।


অামাদের অাগামি প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদক কে অবশ্যই শক্ত ভাবে দমন করতে হবে।


পঠিত : ৫৬৫ বার

মন্তব্য: ০