Alapon

১ কোটি মোহরানার বিয়ে!



মুহাম্মদ সা. বলেছেন, কিয়ামতের দিন সকল মাধ্যম ও বংশীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু আমার মাধ্যম ও আমার বংশীয় সম্পর্ক ব্যতীত।

উমার রা. তাই রাসূল সা.-এর কোনো উত্তরসূরীকে নিজের করে পেতে চাইলেন। যাতে কিয়ামতের দিন তিনি রাসূল সা.-এর সাথে থাকতে পারেন।

এই কারণে হিজরি ১৭ সালে তিনি আলী রা. ও ফাতিমা রা.-এর কন্যা উম্মু কুলসুম রা.-কে বিবাহ করার জন্য আলী রা.-এর নিকট প্রস্তাব পাঠান। উভয় পরিবারের সম্মতিতে যিলকদ মাসে তাঁদের বিবাহ হয়।

ইবনে কাসীর লিখেছেন এই বিবাহের মোহরানা ধার্য হয় ৪০ হাজার দিরহাম। ৪০ হাজার দিরহামকে যদি এখনকার টাকায় কনভার্ট করা হয় তাহলে তা হবে,

১ দিরহাম = ৩.১২৫ গ্রাম রূপা (ইমাম আবু হানিফার মতে। অন্যরা কেউ ২.৯৫, কেউ ৩ গ্রাম বলেছেন)

৪০০০০ দিরহাম = ৪০০০০ * ৩.১২৫ = ১২৫০০০ গ্রাম রূপা
১১.৬৩ গ্রাম রূপা = ১ তোলা
১২৫০০০ গ্রাম রূপা =১২৫০০০ / ১১.৬৩ = ১০৭৪৮ তোলা (প্রায়)
বর্তমানে ১ তোলা রূপা = ১০০০ টাকা (প্রায়)
১০৭৪৮ তোলা রূপা = ১০৭৪৮ * ১০০০ = ১০৭৪৮০০০ টাকা।
১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার টাকা মোহরে বিয়ে করেন উমার রা.।

আল্লাহু আকবার!

তথ্যসূত্র :
আল বিদায়া ওয়ান নিহায়া / ইবনে কাসীর / ইসলামিক ফাউন্ডেশন / ৭ম খন্ড / পৃ. ১৫১

পঠিত : ২৯৬ বার

মন্তব্য: ০