Alapon

কষ্ট

লেখকঃ মোঃ ওয়াহেদ আলী রংপুর,কারমাইকেল কলেজ [email protected]


জীবন নামের একটি নদীতে রয়েছে হাজারো ঢেউ, ঘর বেধেঁছে দুঃখ,কষ্ট,বেদনা পরাধীনতার কেউ। মনের অজান্তে চোখের লোনা জলে ভিজেছে দু' কপল্,


জীবন নদীর মতো ঢেউ থামে না শুধুই অথৈ প্রবল। দূর সীমানায় পরে আছে সাফল্য করতে হবে বরণ, মন খুলে হাসি না আর ব্যথিত হিয়ায় রক্ত ক্ষরণ। দুঃখের নদীতে সাঁতার জানি না কূলে উঠব কেমনে তিলে তিলে দুঃখের নদীতে ভেসে যাব মরণের পানে। (লেখার তারিখ:২৬.১১.১৭)

পঠিত : ১৪২৭ বার

মন্তব্য: ০