Alapon

আয়নাকথন: ২



ঠান্ডা মৃদু হাওয়াটা খুব ভোরের,
দিনের আলো লাগলো চোখে রাতচোরের;
সয়না আহা! অস্থিরতায় দিন কাটে,
রাত আসেনা! অপেক্ষাতে বুক ফাঁটে;

দারুন দারুন উন্নতি হয় এই হেথা,
কী যে দারুন! বুলবুলিরা কয় কথা,
দারুন দরূন কোনটা কী যে অর্থ নেই!
কান মলে দেয় দারুন কলের ভেলকিতেই।

এমন সকল কাণ্ডখানা চলছেতো!
ওরাই মরে! মরবে কারা! বলবেতো?

-অজাত কবি

পঠিত : ৩৭৩ বার

মন্তব্য: ০