Alapon

তিন প্রকার লোক ইলম অর্জন করতে সক্ষম হয় না

১.তাড়াহুড়োকারী
তাড়াহুড়োকারী জ্ঞান অর্জন করতে পারে না কারণ সে ধৈর্যশীল নয়।
২.অলস ব্যাক্তি
সে ঘরে শুয়ে থাকা অবস্থায় মুসলমানদের আলিম হতে চায়।জ্ঞানের আলোচনায় সরাসরি উপস্থিত না হয়ে ঘরে বসে শুয়ে জ্ঞান অর্জন করতে চায়।
৩.অহংকারী মানুষ
সে মনে করে তার শেখার দরকার নেই।সে সর্বাপেক্ষা জ্ঞানী। যার কলবে অহংকার প্রবেশ করে তার জ্ঞান অন্য দরজা দিয়ে চলে যায়।

এই তিনটি রোগের যেকোনো একটিও যদি কারো মাঝে বিদ্যমান থাকে,তাহলে জ্ঞান তার কাছ থেকে দূরে চলে যায়।

শাইখ ডক্টর সুলাইমান আর-রুহাইলি হাফিয্বাহুল্লাহ
#ইলম
#তাকওয়া
#মুহসিন

পঠিত : ২৬৭ বার

মন্তব্য: ০