Alapon

দুনিয়ার মোহে হারিয়ে ফেলা সময়ের হিসাব..!

রাত১০ টা বেজে ৩৭মিনিট...
ঘুমানোর প্রস্তুতি নিয়ে বেডে শুয়েছি যে প্রায় মিনটি ২৫ হবে.! এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম এই ২৫মিনটি. হুট করে মাথায় সময় নষ্ঠ হওয়ার হিসাব ডুকলো..! মাত্র ২৫ মিনিটে ঘুম না আসায় আমার কত অস্থীর হয়ে পড়লাম. অথচ.সারাদিনে কর্ম ব্যস্থতার দোহাই দিয়ে রবের দেয়া কত যে. সময় অপছয় করতেছি তার হিসাব কি আমি কোনো দিন করেছি??? কোনোদিন কি অপচয় করা সে সময়ের জন্য এতটা অস্থীর হয়েছি..??? অথচ আল্লাহ ‍সময়ের কসম করে মানুষের ক্ষতিগ্রস্থতার কথা জানিয়ে দিয়েছেন..!
আল্লাহপাক রাব্বুল আলামীন ইরশাদ করেন,,
১/সময়ের কসম.
২/নিশ্চই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে!
(সূরা আছর ১-২)
আল্লাহ পাকের এই কথার সত্যতা আমরা যার যার নিজের জীবনের সাথে মিলিয়ে দেখলেই বুজতে পারবো... কি পরিমান ক্ষতি আমরা নিজেই নিজের জীবনে করে রেখেছি..??
আফসোস,,! সময়ের হিসাব কেমন করে দিবেন রবের দরবারে?? সেটাও আমাদের জানা নেই..!!!
আসুন সময়কে কাজে লাগিয়ে বাকী জীবনের হিসাবকে সাজিয়ে নেই..হাশরের মাঠে যেন দুনিয়ার জীবনের হিসাব সঠিক ভাবে পেশ করতে পারি.! আল্লাহপাক যেন আমাদের সে তাওফিক দান করে.!
হে আল্লাহ ...!
আপনি আমাদের হিসাবখানা সহজ করে দিন... আমিন!
লেখকঃসালমান হায়দার খন্দকার.
শিক্ষার্থী.

পঠিত : ১৯৫ বার

মন্তব্য: ২

২০২৩-০২-২২ ১০:৪৬

User
সামিউল ইসলাম বাবু

লেখাটা আসলেই অনেক সুন্দর হয়েছে।

জাজাকাল্লাহ।

submit

২০২৩-০২-২২ ২০:৫৮

User
polash :

shukriya....!

submit