Alapon

বুক রিভিউ : ইসলাম ও জাতীয়তাবাদ


ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র দীন বা জীবন ব্যবস্থা। ইসলামে প্রবেশের মাধ্যমেই মানুষ নিজেকে মুসলিম হিসেবে আবিস্কার করে। মুসলমান কোনো তথাকথিত কোনো জাতি বা সম্প্রদায় নয়। মুসলিমগণ আল্লাহর পক্ষ থেকে ঘোষিত বিশ্বব্যাপী ‘এক উম্মাহ’। যারা গোটা দুনিয়াব্যপী একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। উম্মাহর চেতনা থেকে মুসলমানদের সরিয়ে দেয়ার জন্যই সাম্রাজ্যবাদী শক্তির আবিস্কার জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ কখনো ধর্মের নামে, কখনো গোষ্ঠীর নামে, কখনো ভূখÐের নামে আবার কখনো ভাষার নামে মুসলমানদের ঐক্য চেতনাকে ছিন্নভিন্ন কওে ফেলেছে। পশ্চিমাদের এই ষড়যন্ত্রেও জাল অতি কাছ থেকে দেখেছেন আমেরিকার ইহুদী রাব্বী পরিবাওে জন্ম নেয়া মিস মার্গারেট। যিনি ইসলামের আলোয় নিজের জীবন আলোকিত করার পর নিজের নাম রেখেছেন মরিয়ম জামিলা। মরিয়ম জামিলা আমেরিকার আলো ঝলমলে জীবন ছেড়ে দীন ঈমান রক্ষার তাগিদে পাড়ি জমিয়েছিলেন পাকিস্তানে। এখানেই যৌবন এবং বার্ধক্য পাড় করেছেন। দীনের দায়ী হিসেবে কাজ করেছেন আজীবন। লিখেছেন নানান বিষয়ে। তার লিখিত একটি অতি ক্ষুদ্র পুস্তিকা ‘ইসলাম ও জাতীয়তাবাদ’ এক নজরে পড়ে ফেলার মতো বইটি আপনাকে অতি সংক্ষেপে ক্ষুদ্র জাতীয়তাবাদের ক্ষতিকর দিক সম্পর্কে এক নতুন ধারণা দান করবে, যা উম্মাহর চেতনায় বলিষ্ঠ হতে আপনার ঈমানকে নতুনভাবে শাণিত করবে ইনশাআল্লাহ। ইংরেজি ও উর্দূ ভাষায় লিখিত বইটির বাংলা অনুবাদ ও প্রকাশ করেছে আধুনিক প্রকাশনী। পৃষ্ঠা সংখ্যা :২৪। মূল্য মাত্র : পাঁচ টাকা।

পঠিত : ১৫১ বার

মন্তব্য: ০