Alapon

ত্যাগের মহিমা

ইসলামে ত্যাগের মহিমা অপরিসীম। যেকোন সফলতা, বিপ্লবে ত্যাগ অনেক গুরুত্বপূর্ণ।

ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য, নিজেদের বানানো মতবাদের জন্য, নিজেদের ক্ষমতায়নের জন্য যারা ত্যাগ ও বিসর্জনের প্রমাণ পেশ করছে তারা পরকালে এর জন্য কিছুই পাবে না। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদের লাভ ও সফলতা এখানেই। ইসলামী আন্দোলন করতে যেয়ে তারাও আন্দোলনের স্বার্থে, ইসলামের স্বার্থে জীবনের অনেক সুখ ও স্বপ্নকে ত্যাগ করে, স্বেচ্ছায় অনেক কিছুকে বিসর্জন দেয় আবার জুলুম নির্যাতন সইতে থাকে। এদের এ সকল ত্যাগ মূল্যহীন নয়, বিনিময় হীন নয়।

ইসলামী আন্দোলনের কর্মীদের বিসর্জন দেয়া ঘামের প্রতিটি ফোঁটা, রক্তের প্রতিটি ফোঁটা, সময়ের প্রতিটি মুহূর্ত মূল্যবান। মহান আল্লাহ এগুলোর মূল্য পরিশোধ করবেন জান্নাত দিয়ে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,
নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন।
সুরা তাওবা:১১১

পঠিত : ২১৮ বার

মন্তব্য: ১

২০২৩-০৮-০৮ ০৬:১৮

User
Md. Abdul Ohab Babul

সোনালী সমাজ গঠনে ইসলামি আন্দোলন এর কর্মীদের আরো বেশী ত্যাগ শিকার করতে হব।

submit