Alapon

ক্রিকেট নিয়ে পাগলামো

এমন এক জাতি আমরা, খেলার মতো সস্তা বিনোদনে জয় পেয়ে গলা ফাটিয়ে, এলাকা কাপিয়ে চিৎকার দিতে পারি। অথচ প্রতিদিন দেশে দেশে হাজারো মানুষ নির্বিচারে মারা যাচ্ছে, তাদের জন্য কেউ টু শব্দ করতে পারি না। জোর প্রতিরোধ তো দূরে থাক, সামান্য মুখ দিয়ে প্রতিবাদ করার সাহসও কারোর নেই। ফেসবুক আজ খেলাময়; অন্যায়ের প্রতিবাদ করে কোনো স্ট্যাটাস দিলে লাইক দেয় না কেউ ভয়ে। কেউ কেউ আবার উপদেশ দেয়, দেশের পরিস্থিতি খারাপ, এসব বলা যাবে না। প্রতিবাদ না করলে ভালো হবেটা কিভাবে? আর ভালো থাকলে প্রতিবাদের প্রয়োজন আছে কোনো? আমাদের সামনে যে কত খারাপ পরিণতি অপেক্ষা করছে, আমরা হয়ত আদৌ তা জানি না। মধ্যপ্রাচ্য ঘুরে নির্যাতনের কল বার্মা পর্যন্ত চলে এসেছে। অথচ বেশ সুখেই দিন কাটাচ্ছে বাঙালি। আমরা আবার নিজেদের মুসলিম দাবী করি! এসবের জন্য আল্লাহ মাফ করবে আমাদের আদৌ ??

কপিপোষ্ট 

পঠিত : ৫২৭ বার

মন্তব্য: ০