Alapon

সার্টিফিকেট যথেষ্ট নয়, ভালো মানুষ হতে হবে।পর্ব -০১

সার্টিফিকেট অর্জন হয় প্রথাগত শিক্ষার মাধ্যমে।সার্টিফিকেট অর্জন করতে হলে পড়াশোনার মাধ্যমে বিভিন্ন স্তর পার করতে হয়।একজন শিক্ষার্থী পড়াশোনা করে কতটুকু শিখলো তা যাচাই করার জন্য আয়োজন হয় পরীক্ষার।আর এই পরীক্ষার ফলাফলই শিক্ষার্থীর সার্টিফিকেটের মান নির্ধারণ করে।পড়াশোনা ভালো হলে পরীক্ষাও ভালো হবে।পরীক্ষা ভালো হলে ফলাফলও ভালো আসবে।এই ভালো ফলাফলই ভালো সার্টিফিকেট দিবে। কিন্তু কথা হলো ভালো সার্টিফিকেট কি মানুষ কে ভালো বানায়?সার্টিফিকেটের মাধ্যমে কী ব্যক্তির মনুষ্যত্বের মান যাচাই হয়?এই প্রশ্ন গুলোর উত্তর "না"। বরং ভালো মানুষ হতে হলে,মনুষ্যত্বের মান যাচাই করতে হলে ব্যক্তির আচরণ, স্বভাব চরিত্র দেখতে হবে।স্বভাব চরিত্র ভালো হলে সে ব্যক্তি অবশ্যই ভালো মানুষ হবে।একজন ভালো সার্টিফিকেটধারী ব্যক্তির আচরণ যদি ভালো না হয় তাহলে সে সমাজে ঘৃণিত।কেউ তাকে ভালো মানুষ বলবে না। তার অর্জিত শিক্ষা তাকে অভিশাপ দিবে।তাই বলা হয়ে থাকে"দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য"।অপরদিকে একজন মানুষের সার্টিফিকেটের মান মোটামুটি পর্যায়ের কিন্তু আচরণ ভালো তাকে সবাই সম্মান করবে।তার মর্যাদা আপনা আপনি বৃদ্ধি পাবে।
আমাদের সমাজে শিক্ষিত লোকের অভাব নেই।অভাব নেই ভালো সার্টিফিকেটধারী লোকের।অভাব শুধু ভালো মানুষের।নৈতিকতা সম্পন্ন বনি আদমের। চারদিকে তাকালেই পাওয়া যায় শিক্ষিত শয়তানের পাল।যারা সমাজ,রাষ্ট্র পরিচালনার আসনে বসে আছে তারাই শিক্ষিত শয়তান।তাদের আছে বড় বড় ডিগ্রি,আছে ভালো সার্টিফিকেট।

পঠিত : ১৭৮ বার

মন্তব্য: ০