Alapon

ছবি ব্লগঃ যে স্মৃতি আজও কাঁদায়

 
সিডরে লন্ডভন্ড গ্রাম, হেলিকপ্টার থেকে তোলা ছবি।

উপকূলের একটি ছোট বন্দরে সাইক্লোন সিডরের ধ্বংসলীলা।

ঝড়ের প্রবল দাপটে মাটিতে উঠে গিয়েছিল এই স্টিমার।

ঘরবাড়ি হারিয়ে নি:স্ব হয়ে পড়েছিল এই পরিবারটি।

বাগেরহাটের তাফুল গ্রামে সিডরে নিহত গবাদিপশু।

সিডরের পর সংসার গোছানোর চেষ্টা করছে বাগেরহাটের একটি পরিবার।

ধ্বংসস্তুপের মাঝে মোড়েলগঞ্জের এই শিশুটির মুখে উঠছে দুপুরের খাবার।

গুলবুনিয়া গ্রামে চলছে ভাঙা সংসার জোড়া দেয়ার কাজ।

সন্তানের কবরের ওপর এক মা। সাইক্লোন সিডরে গর্জনবুনিয়া গ্রামের ফাতিমা তার চার বছর বয়সী কন্যা শাহিনুরকে হারান।

মোড়েলগঞ্জে সিডরে নিহতদের গণ দাফন।

চালতাতলি গ্রামে রিলিফের খাবার নেয়ার আশায় গ্রামবাসীদের লাইন। চারিদিকে ব্যাপক ধ্বংসযজ্ঞের মাঝে সে সময়ে অনেকের ঘরেই চুলা জ্বলেনি।

সিডরের পর সাহায্য করতে বাংলাদেশে এসেছিল মার্কিন মেরিন সেনা। এখানে হেলিকপ্টার থেকে ত্রাণ সামগ্রী নামাতে সাহায্য করছেন বরিশালের গ্রামবাসীরা।

বরগুনার নিশানবাড়ী এলাকায় ত্রাণের জন্য অপেক্ষা করছেন সিডরের শিকার গ্রামবাসীরা।

সাইক্লোন সিডরে ফসলের জমিতে ঢুকে পড়ে নোনা জল। এখানে নদীর ঘাটে রিলিফের নৌকার কাছে সাহায্যপ্রার্থীদের ভিড়।

তথ্য সূত্রঃ বিবিসি বাংলা

পঠিত : ৬৩৪ বার

মন্তব্য: ০