Alapon

প্রস্তাব


রাত।
শুনতেই ভয় হয়,
আঁধার,এতো আরো ভীতিকর।
কালো,নিকষকালো। অত:পর নাম না জানা ভূতের গল্প।
গা শিহরিত, চমকে উঠা আরো কত কি!

যখন শিশু ছিলাম,খুব ছোট।
বর্গির ভয়ে ঘুমাতে যেতাম।
মা শিয়াল-কুকুরের ভয় দেখাতেন।
হুতুমপেঁচার ডাক শুনাতেন।
কাকতাড়ুয়াকে সাক্ষাত আজরাইল বানিয়ে একটি একটি করে ভাতের লুকমা মুখে পুরে দিতেন।
আর আমি ভয়ে ভয়ে না চিবিয়েই গিলে ফেলতাম ঠিক দুধের মত।

এখন সময় বদলে গেছে।জানিনা।এখনকার মায়েরা কি করেন!শিশু কিবা ছোটরা কি ভূতের গল্প শুনে!নাকি পহেলা জুলাই!আঠাশে অক্টোবর!অথবা জংগী আর জংগীর গল্প।

আমি জানি,এ যে নিশুতি। এরও শেষ আছে।
শয়তানি আত্মার মৃত্যু আছে,ইহা সত্য।ঠিক ফেরাউনের দেহের মত।মিশরীয় উঁচু পিরামিড যাকে ধারণ করে আছে যুগ যুগ।থাকবেও কালের সাক্ষী হয়ে।

আচ্ছা ফেরাউন কিবা আবু জেহেল কেউ হয় না কেন?
এগুলোওতো নাম ছিল।তাদেরও জাত ছিল।এরা রাজা ছিল।শাসক ছিল।এদের প্রতাপ ছিল।এরা যুগের প্রাসাদ ছিল।

সকল অবিশ্বাসীর জন্য ।বিশ্বাসী'র জন্য।খ্যাত-অখ্যাত বিপ্লবীর জন্য।মানবতাবাদী ইতিহাসবেত্তার জন্য প্রশ্ন আর প্রশ্ন।বিজ্ঞানী কিবা ধ্যানীর জন্য।

শান্তি কোথায়?জংগী কেন?এত লাশ কেন?খুন আর খুন কেন?ছুপছুপ রক্ত কেন?কেন শত্রুতা,হানাহানিতে ছেয়ে গেছে পৃথিবী?

আসুন না,বসি। একটু পর্যালোচনা করি-খুঁজি।শান্তি খুঁজি।জংগী তাড়াই।বর্গি তাড়াই।গল্প করি।



পঠিত : ১১৭০ বার

মন্তব্য: ০