Alapon

"যে সংকটের আজও কোন কুলকিনারা হয়নি"


বাংলাদেশে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা শিশু


পরিবারের প্রবীণ সদস্যকে এভাবে কোলে করে সীমান্ত পার হয়েছিলো রোহিঙ্গারা।


রাখাইনে স্বামী-স্বজন হারিয়ে অনেক নারী বাংলাদেশে প্রবেশ করেছিলো।


বাংলাদেশের নিরাপদ আশ্রয়ে পৌঁছে রোহিঙ্গা নারীর কান্না।


ছয় দিন বয়সী এক রোহিঙ্গা শিশুকে বাংলাদেশে দাফন করা হচ্ছিলো।


রাখাইন রাজ্যে আগুনে পোড়া একটি গ্রাম।


গাওদু থার ইয়া গ্রামে আগুন


মিয়ানমারের রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে কাঞ্চন সীমান্ত পার হয়ে বাংলাদেশের টেকনাফে এভাবেই প্রবেশ করেছিলো রোহিঙ্গারা।


মিয়ানমারের রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে কাঞ্চন সীমান্ত পার হয়ে বাংলাদেশের টেকনাফে এভাবেই প্রবেশ করেছিলো রোহিঙ্গারা


মিয়ানমারের রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে কাঞ্চন সীমান্ত পার হয়ে বাংলাদেশের টেকনাফে এভাবেই প্রবেশ করেছিলো রোহিঙ্গারা।


মিয়ানমারের রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে কাঞ্চন সীমান্ত পার হয়ে বাংলাদেশের টেকনাফে এভাবেই প্রবেশ করেছিলো রোহিঙ্গারা।


মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পঙ্গু হয়ে গেছেন অনেক রোহিঙ্গা। বাংলাদেশের চট্টগ্রামের কয়েকটি হাসপাতালে চিকিৎসা হয়েছিলো আহত রোহিঙ্গাদের।


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থানীয়রা যে যার মতো করে সাহায্য করার চেষ্টা করছে।।

ছবি সংগ্রহঃ বিবিসি বাংলা

পঠিত : ৫৮৩ বার

মন্তব্য: ০