Alapon

স্বপ্নে অাঁকা যে স্বাধীনতা

স্বাধীনতা মানে,
বঙ্গবন্ধুর সাত'ই মার্চের ভাষণ।
স্বাধীনতা মানে,
অবিচার নয়; ন্যায় নীতির শাসন।

স্বাধীনতা মানে,
ত্রিশ লক্ষের ঝাঁঝরা হওয়া বুক।
স্বাধীনতা মানে,
অভাবীর মুখে হাসি ফুটানোর সুখ।

স্বাধীনতা মানে,
কাকন বিবির সাহসী চিৎকার।
স্বাধীনতা মানে,
অাঠাশে অক্টোবরে বিভৎস লাশের ধিক্কার।

স্বাধীনতা মানে,
ধনী গরীবের নেই কোনো ভেদাভেদ।
স্বাধীনতা মানে,
একে অন্যের অামৃত্যু অবিচ্ছেদ।

স্বাধীনতা মানে,
দূর্ণীতিহীন সুষ্ঠ প্রশাসন।
স্বাধীনতা মানে,
দরিদ্র নয়,সমৃদ্ধ জনগণ।

স্বাধীনতা মানে,
খাদিজা-তনুর নিরাপত্তার বেষ্টনী।
স্বাধীনতা মানে,
বন্ধ করা; অাছে যতো নষ্টামী।

স্বাধীনতা মানে,
বীরঙ্গনাদের বালিশ ভিজানো রাত।
স্বাধীনতা মানে,
প্রজাদের মাথায় মমতায় রাখা হাত।

স্বাধীনতা মানে,
হৃদয়ে সবার দেশ প্রেম লালন করা।
স্বাধীনতা মানে,
অামৃত্যু সবার দেশকে জড়িয়ে ধরা।

স্বাধীনতা মানে,
হৃদয়ে অাঁকা সুখের অঞ্জলী।
স্বাধীনতা মানে,
হৃদয়ে ভাসা ছোট্ট খোঁকার বুলি।

স্বাধীনতা মানে,
দীপ্ত সাহসে সামনে এগিয়ে চলা।
স্বাধীনতা মানে,
বিভক্তি নয়,ঐক্যের সুর তোলা।

 (২০১৮ এর বইমেলায় প্রকাশিত 'ভুলে যাওয়ার তৃতীয় সূত্র' থেকে)

  (সেরা ব্লগার প্রতিযোগিতা'১৮)


পঠিত : ৮১০ বার

মন্তব্য: ০