Alapon

একদিন তোমাকে বেচে দিব মোড়কে

"একদিন তোমাকে বেচে দিব মোড়কে"
        -রাসেল মোহাম্মদ
বালিকার মোহে ছয়টি আহ্নিক কাটিয়ে 
হৃদয়দগ্ধ যে বালক সপ্তম বসন্তে অভিমান চেপে বলে,
তোমার ফেরারী প্রেম পরপুরুষেই বিসর্জন হোক
আমার ভালো আছি এই ভালো নেই এভাবেই চলুক!
পরপুরুষের বুকে নিয়ত আশ্রিত উদ্বেলিত যৌবনা  নারী,
তোমার তিন পাক্ষিক প্রেম ষোঢ়শীর কাছে বড্ড নাজুক।
.
কবির ভোগ নয় বিরহ চাই; উপন্যাসের গল্প চাই,
প্রেমী না হলে তবে আশ্রিত হও ধৃত গল্পের বুকে,
একদিন তোমাকে বেচে দিব মোড়কে।
খদ্দের তোমাকে একদামে কিনছে
এর চেয়ে পৈশাচিক সুখ আর কিসে জুটে!
.
যদি কোনদিম অটোগ্রাফের ফাঁকে বলো
"চিনতে পেরেছো? তোমার বিভা!"
.
যে হৃদয় একবার অনলে পুড়ে ছাই হয়েছে
তাতে কি আর সুখ থাকে!
মহাজনের সংসার ছেড়ে যদি ও আসো ; 
তবে এসো! বেচে দিব দ্বিতীয় মোড়কে!
.
যে নারী মন বুঝেনা ; পুরুষে পুরুষে শরীর শুঁকে,
সে আজীবন পরপুরুষেই আশ্রিত কিংবা কবিতার মোড়কে।

"সেরা ব্লগার প্রতিযোগিতা-২০১৮"

পঠিত : ৬১২ বার

মন্তব্য: ০