Alapon

ভাসুর নাম মুখে নিতে এত লজ্জা কেন?

মাঝে মাঝে কৌতুহল বশেই "প্রথম আলো"র পাতা উল্টাই আর টেলিভিশনের কিছু "নিউজ চ্যানেলে" চোখ রাখি....গত ২ দিন ধরে গাজীপুর সিটির নির্বাচন নিয়ে মিডিয়াগুলো বিশেষ সংবাদ প্রচার করছে...গত কাল প্রথম আলোতে প্রার্থীদের নিয়ে বিশেষ প্রতিবেদন ও ছাপা হয়েছে...সেখানে দুই বড় দলের প্রধান দুই জন প্রার্থী ছাড়া ও আরো ৩-৪ জন অখ্যাত ও নাম গোত্রহীন প্রার্থীদের নাম উল্লেখ করা হলে ও জামায়াতে ইসলামীর  মনোনীত জনপ্রিয় প্রার্থী, জনমানুষের নেতা ও মহানগরী আমীর এস এম সানাউল্লাহ ভাইয়ের নাম ঘূর্ণাক্ষরে ও তার লেখেনি...প্রথমে খুব আশ্চর্য হয়েছিলাম এ ভেবে যে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন কিনা....কারণ তার দলীয় পরিচয় ছাড়া ও অন্তত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও উনার নাম তারা সাংবাদিকতার ethics মেনে হলে ও লিখতে পারত....কিছুক্ষণ আগে "সময়" টিভিতে গাজীপুরের সিটি নির্বাচনের সকল প্রার্থীর মনোনয়ন পত্র জমাদানের দৃশ্য দেখালে ও জামায়াত প্রার্থীর কোন কথাই তারা উল্লেখ করেনি....এসব মিডিয়া মনে করছে "জামায়তের"নাম মুখে না নিলে হয়তো "জামায়াতকে" মানুষ চিনবে না....জানবে না....ভোট দিবে না...কিন্তু ওরা হয়তো জানে না ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীই এক একটি মিডিয়ার কাজ করে...বাতিল শত চেষ্টা করে ও ইসলামের নূরকে কখনো নিভিয়ে দিতে পারে নি...পারবে ও না ইন শা আল্লাহ.... ২০১০ সাল থেকেই মিডিয়ার চরম বৈরী ভূমিকা স্বত্তে ও আল্লাহ সরাসরি মদদ ও জনগণের ভালবাসার কারণেই জামায়াতের উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান,ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আরো পদ গুলোতে হাজার হাজর জনপ্রতিনিধি বিজয় লাভ করতে সমক্ষ হয়েছেন...তাই বলতে ইচ্ছা করে যে কাফেলার মন্জিল হেরার পানে "হলুদ সাংবাদিকতা" করে  তাদের গতিকে রুদ্ধ করা যাবে কি??

পঠিত : ৮৪২ বার

মন্তব্য: ০