Alapon

আমার বাতিঘর

আল্লাহ্‌ তুমি রহম
কর আমার উপর

তোমার তরে সঁপে
দিলাম এই অন্তর।

আমার মনের সকল আঁধার
দূর করে দাও

হৃদয়খানি জ্ঞানের
আলোয় দাও ভরে দাও।

আমার সকল ভালোবাসা
তোমায় দিলাম

তোমার রাহে জীবন
গড়ার শপথ নিলাম।

গরিব আমি এর চে বেশি
কি
আর দেবো?
তোমার খুশির তরে
আমায় তাই রাঙাবো।

আমার ভালোবাসার মাঝে
নেই কোন খাদ




তোমার রাহে মরতে
আমার খুব বড় সাধ

আমার জীবন, আমার মরণ
তোমার তরে

দিলাম ছেড়ে, নাও গো
তুমি আপন করে।

তোমার তরে আমার জীবন
দিলাম আজি,




তোমার রাহে আমি তো
হায় মরতে রাজি।

লড়তে রাজি তোমার সকল
শত্রু মাঝে,

তোমায় স্মরণ করে চলি
সকাল সাঁঝে।


পাহাড় সমান শক্তি
আমায় দাও গো বুকে




আমায় দেখে ভয় যেন
পায় মন্দ লোকে।

সত্য কথা বলতে যেন
ঠোঁট না কাঁপে

মন্দ কথা ঠেকাই যেন
খুব প্রতাপে।

ভালো খারাপ চেনার মত
জ্ঞান ওগো দাও




চরিত্রে মোর তোমার
সিফাত দাও ভরে দাও।

আঁধার রাতে তোমার
কাছে এই মুনাজাত

কবুল করে নাও গো তুমি,
দাও গো নাজাত।


হাতটি ধরে পার করে
দাও দীর্ঘ সফর

আঁধার
রাতের দিশা তুমি, মোর বাতিঘর।

পঠিত : ৬৭২ বার

মন্তব্য: ০