Alapon

স্মৃতি


কয়েক দিন আগের কথা।

অফিসের কাজে যাচ্ছিলাম। বাস ও রিক্সা ছিল বাহন। রিক্সাতে যখন যাচ্ছিলাম তখন যে ঝাকুনিতে পড়েছিলাম, তখন সেতু মন্ত্রীর সেই অমিয় বাণী মনে পড়ে গিয়েছিলো "রাস্তায় রিক্সায় চলাচলের জন্য ছিট বেল্ট ব্যবহার করা অপরির্হায হয়েগেছে"। 

যাহােক কথা সেটা নয়, কথা হচ্ছে "কাজ শেষ করে যখন ফিরছি তখন একজনের নাম্বার খুজছি, পকেট, ব্যাগ, কোথাও খুজে মোবাইল পাচ্ছনিা।" মনকে বুঝ দিচ্ছি ফোন বাসাই আছ। আসলে না। ওটা বাসাই নয় পকেটেই ছিলো। রাস্তার উন্নয়নে সেটি ভেসেগেছে।

আসলে ব্লগে আমার পদচারনা শুরু হয় আমার একমাত্র ফোন থেকে। ফোনটা হারয়ি এখন নি:সঙ্গ। এর-ওর সেট বা পিসিতিে বসে ব্লগিং করা লাকছে।

আসলে কিছু কিছু সময় ছোট ছোট জিনিসও অনেক মূল্যবান হয়ে যায়। এটিও তেমন, এর সাথে অনেক স্মৃতি জড়য়িে আছে। হয়েছে অনেক ঘটনা কালের সাক্ষি।

হয়তো আল্লাহ তায়ালা এর মধ্যে কোন কল্যান রেখেছেন তাই ওটাকে নিয়েনিয়েছেন।

যাহোক মুল কথা হলো ফোন না থাকাই ব্লগিং করতে পারছিনা। কষ্টে আছি।

পঠিত : ৯৯৯ বার

মন্তব্য: ০