Alapon

বজ্রপাত থেকে বাঁচার কয়েকটি উপায়

গত এক সপ্তাহে বজ্রপাতে ৫৮ জন মারা গেছে। এটা ভয়াবহ খবর। আমি ইন্টারনেট ঘেটে দেখছিলাম, বজ্রপাত থেকে বাঁচার কী উপায় আছে।

যা যা পেয়েছি, সহজ করে লিখছি। কোনো পয়েন্ট বাদ থাকলে বলবেন, এড করে দেবো।

প্রথম কথা, ঘরের ভেতরও থাকলেও বজ্রপাতে ক্ষতি হতে পারে। এজন্য অতি অবশ্যই :

১. ঘরের টিভি, ডিশের লাইন, ফ্রিজ ইত্যাদি জিনিসের প্লাগ খুলে রাখুন।
২. ঝড় ও বজ্রপাত চলার সময় ঘরের ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি ধরবেন না।
৩. এমনকি যে ল্যান্ডফোন তারের মাধ্যমে যুক্ত- এই রকম ফোন ঝড়ের সময় ব্যবহার করবেন না। মোবাইল ফোনেও চার্জ লাগিয়ে কথা বলবেন না।

ঝড়ের সময় ঘরের বাইরে থাকলে

১. দ্রুত কোনো দালানের ভেতর আশ্রয় নেবার চেষ্টা করুন।
২. গাছ, বৈদ্যুতিক খুঁটি, খাম্বা ইত্যাদি থেকে দূরে থাকুন
৩. একদম কোন আশ্রয় না পেলে যতদূর সম্ভব হাঁটুমুড়ে নিচু হয়ে থাকুন নদীতে থাকলে

১. দ্রুত নিরাপদ আশ্রয়ে যাবার চেষ্টা করুন।
২. সেটা সম্ভব না হলে, নৌকার ছইয়ের ভেতর নিঁচু হয়ে থাকুন। গাড়িতে থাকলে জানালার কাঁচ বন্ধ রাখুন

মোদ্দা কথা, ঝড়ের সময় মাথা উচুঁ করে চলা মোটেও নিরাপদ নয়। এমনকি উঁচু কোনো কিছুর কাছাকাছি থাকাও বিপদজনক। রবীন্দ্রনাথকে স্মরণ করুন, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ঘরেই থাকুন। এবং ঘরে থেকে আরেকটু সাবধান থাকুন। ধাতব জিনিস যেটার কানেকশন বাইরে রয়েছে যেমন পাইপ, রেলিং, ধাতব কল, তারওয়ালা ডিশের লাইন, তার ওয়ালা ফোন ইত্যাদি থেকে দূরে থেকে নিজেকে নিরাপদ রাখুন।

ঝড় স্বল্পকালীন। ঝড় থেমে গেলে আবার আগের স্টাইলে চলেন। বজ্রপাতে সরকারের কোনো হাত নেই। কোনো মন্ত্রী মিনিস্টারকেও দায়ী করা যাবে না। নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পঠিত : ৬৮০ বার

মন্তব্য: ০