Alapon

মুদ্রা,ডাকটিকেট,পোষ্টকার্ড সহ সৌখিন সামগ্রী প্রদশর্নী

জেলা শিল্পকলা চট্টগ্রামে বসেছে সৌখিন সামগ্রী প্রদশর্নী। যেখানে আপনি পুরোপুরি নষ্টালজিয়া হয়ে যাবেন।

প্রথমে ডুকেই দেখতে পাবেন বিভিন্ন দেশের মুদ্রা। 







তারপর ঘুরে এসে দেখতে পাবেন অসাধারণ চারটি ঘড়ি। প্রদর্শনদাতা খুব চমৎকার ভাবে ঘড়িগুলোর বর্ণনা দিবেন।



এরপর আসল সৌন্দর্য "বাংলাদেশের মুদ্রা। স্বাধীনতার পর থেকে শুরু করে সব টাকার নোটের সমাহার। কি যে ভালো লেগেছিলো এগুলা থেকে। অনেক টাকা এখন হারিয়ে গেছে।







এরপর আরো নষ্টালজিয়ার ব্যাপার স্যাপার। একের পর  এক চমক। পুরনো সব ডাকটিকেট। প্রবীনরা হয়তো এখানে এসে, তাদের সেই পুরনো প্রেমের কথা স্মরণ করতে বাধ্য হবেন।



এরপর ম্যাচের পালা। পুরনো সব ম্যাচের বাক্সের সমাহার। আপনার মনটা তখন রীতিমতো উড়তে শুরু করেছে।



এরপর পোষ্টকার্ড দেখার পালা।



আরো বিভিন্ন মুদ্রা এবং সৌখিন জিনিষের সমাহার।





প্রদশর্নী চলছে জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামে। চলবে ৪,৫,৬ মে পর্যন্ত। দুপুর ৩টা থেকে রাত ৯টা।
এসময়ে উপভোগ করতে পারেন এপার আর ওপার বাংলার কবি সাহিত্যিকদের কবিতার আসর। 

পঠিত : ৭৩২ বার

মন্তব্য: ০