Alapon

হায়েনাদের অত্যাচার

হায়েনাদের অত্যাচার
আব্দুল কাইয়ুম

জ্ঞানী গুনি হত্যা করবে
আঁকছে নতুন ফন্দি
হাজার মানুষ তাদের হাতে
কারাগারে বন্দি।

একি ছিল তাদের মনে
শেষ করবে পূববঙ্গ
জ্ঞানী গুনি দেশের নেতা
ধ্বংস করল সঙ্গ।

চারিদিকে হত্যা কান্ড
বাতাসে লাশের গন্ধ
কিছু মানুষ তাদের গোলাম
স্বার্থে ছিল অন্ধ।

মাতা-পিতার লাশের উপর
দেখি শিশুটাকে
কেঁদে কেঁদে শরীর ভিজে
মা,মা বলে ডাকে।

নদীর জলে নর্দমাতে
হাজারো লাশ পড়ে
স্বজন হারা মানুষ গুলি
অশ্রু তাদের ঝড়ে।

সিথিঁর সিদুঁর কত মুছে
বুক হয়' রে রিক্ত
স্বামী হারা বউয়ের কান্নায়
মাটি হয়' রে সিক্ত।

কত মায়ের বুকের মানিক 
ঘর ছেড়ে যে গেলো
কেঁদে কেঁদে জীবন বাসায়
ফিরে না তো এলো।

বোনের ইজ্জত নিচ্ছে লুটে
দিচ্ছে কারা শায়
হাজারো লাশ পড়ে আছে
কাঁক শকুনে খায়।

হায়েনাদের অত্যাচার যে
ছিলো সীমাহীন
অনাহারে কেটে ছিলো
বাঙালিদের দিন।

পঠিত : ১২৬৩ বার

মন্তব্য: ০