Alapon

জাগ্রত হন

আল্লাহ্ আমাকে মুখ দিয়েছেন,হাতও দিয়েছেন।স্বাধিন দেশে জন্মেছি।তাই সত্যের কথা বলতে হবে,সত্যের গান গাইতে হবে।লিখতে হবে সত্যটা।মিথ্যার সম্মুখে সত্যকে প্রকাশ করে মুছে দিতে হবে মিথ্যাকে।আমরা বাঙালি জাতি পৃথিবীর বুকে বাঘের প্রতিক নিয়ে চলি।সুতারং বাঘের মতো লড়াই করে আমাদের বাচতে হবে।সত্যকে প্রকাশ করতে হবে।অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে না।১৯৭১ সালের কথা ভেবে দেখেন কেন তারা জীবন দিয়েছিল?আমাদের স্বাধিনতার জন্য।আমরা যেন সত্যকে প্রকাশ করতে পারি সেজন্য।১৯৭১ এর মুক্তিবাহিনীদের মতো এখন আবার আমাদের জাগতে হবে।
"আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে"

পঠিত : ৪৯৭ বার

মন্তব্য: ০