Alapon

রমাদান উপলক্ষে বিশ্বনেতাদের নিয়ে আলোচিত গানটিতে কি ছিলো?

"মি. প্রেসিডেন্ট,
রমজান এসেছে
আমন্ত্রণ জানাই আপনাকে, আমাদের সঙ্গে ইফতারের
যদি আপনি ধ্বংস্তূপে খুঁজে পান আমার ছোট্ট ঘর,
এবং আমার মা নিয়ে এসেছে 
এক টুকরো রুটি আর তার বিচূর্ণ আহত হৃদয়

মসজিদে হয়েছে আজান, গির্জার ঘণ্টাধ্বনি বাজে ওই
ডাকে, একই সে খোদার পথে
একই সে বেহেশতের পানে

মৃত্যুর তরী ভিড়েছে অবশেষে প্রতীক্ষিত স্বপ্নের দেশে
সেখানে আর কোনো শিশুর ছবি যেন
মানুষের অনুকম্পার ভিখারী না হয়

মি. প্রেসিডেন্ট,
আমি ঘুমুতে পারি না
যখনই বন্ধ করি দুই চোখের পাতা
শুনতে পাই বোমার তীব্র বর্ষণের শব্দ
আমার বিছানা ভরে ওঠে আগুন আর ধোঁয়ার কুণ্ডলি
এখন ভয়ও আমার থেকে পালিয়ে গেছে দূরে
চিৎকার করে কাঁদে মায়ের ঘুমপাড়ানি গান
আমার খেলনা-পুতুল রক্তাক্ত, পড়ে আছে কোথাও
মি. প্রেসিডেন্ট, শুনতে পাচ্ছেন-
আমার খেলনা-পুতুল রক্তাক্ত

মি. প্রেসিডেন্ট,
আমরা পলাতক
আমরা বিতাড়িত
এবং আমরাই হয়েছি দোষী
ধর্মের দোষে আমরাই আজ অপরাধী
ধর্মের কারণে
দণ্ডিত হয়েছি ধ্বংসের মিছিলে
আমাদের কণ্ঠ স্তব্ধ করে রেখেছিল বহুদিন
কেননা আমরা আওয়াজ তুলেছিলাম হিরণ্ময় বিশ্বাসের

মি. প্রেসিডেন্ট, শুনে রাখুন-
খুব শিগগির আমরা ইফতার করবো জেরুজালেমে
ফিলিস্তিনের প্রেমিত রাজধানী
খোদার প্রতিশ্রুত ভূমি, যেমনটি লেখা আছে
যার জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি

খুব শিগগির আমরা ইফতার করবো জেরুজালেমে
ফিলিস্তিনের প্রেমিত রাজধানী
খোদার প্রতিশ্রুত ভূমি, যেমনটি লেখা আছে
যার জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি

খুব শিগগির আমরা ইফতার করবো জেরুজালেমে
ফিলিস্তিনের প্রেমিত রাজধানী
খোদার প্রতিশ্রুত ভূমি, যেমনটি লেখা আছে
যার জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি

আমিন – কবুল হোক
আমিন – কবুল হোক
আমিন – কবুল হোক"

লিরিক্স : হিবা মাশারি হামাদাহ
সুর : বাশার আশ-শাতি তাওজি
পরিচালনায় : সামির আবুদ
(শিশুশিল্পীর নামটি পেলাম না ইউটিউব এবং গুগলেও, দুঃখ লাগছে।)

পঠিত : ১৪৬৭ বার

মন্তব্য: ০